তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন— (ক) অভিনেতা (খ) চিত্র পরিচালক (গ) খেলোয়ার (ঘ) লেখক উত্তরঃ (ঘ) লেখক
‘কথাটা শুনে তপনের চোখ—’ (ক) লাল হয়ে গেল (খ) জ্বালা শুরু হল (গ) মারবেল হয়ে গেল (ঘ) বুজে গেল উত্তরঃ (গ) মারবেল হয়ে গেল
তপনের সম্পূর্ণ নাম ছিল— (ক) তপনকান্তি রায় (খ) শ্রীতপনকুমার রায় (গ) তপন কুমার সেন (ঘ) তপন রায় উত্তরঃ (খ) শ্রীতপনকুমার রায়
তপনের গল্পটির নাম— (ক) বিদ্যালয়ের প্রথম দিন (খ) প্রথম দিন (গ) স্কুলে প্রথম দিন (ঘ) সন্ধ্যাতারা উত্তরঃ (খ) প্রথম দিন
তপনের গল্পটি লিখেছে— (ক) ভৌতিক কাণ্ডকারখানা নিয়ে (খ) নিজের স্কুলে ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে (গ) রাজারানির ঘটনা নিয়ে (ঘ) রাক্ষস-খোকোসের বিষয় নিয়ে উত্তরঃ (খ) নিজের স্কুলে ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে
‘এ দেশের কিছু হবে না’— এ কথা বলেন- (ক) তপনের জ্যাঠামশাই (খ) তপনের ছোটো মেসোমশাই (গ) তপনের মাস্টারমশাই (ঘ) তপনের সেজোমাসি উত্তরঃ (খ) তপনের ছোটো মেসোমশাই
তপন মামার বাড়িতে এসেছে— (ক) দুর্গাপূজা উপলক্ষ্যে (খ) ছোটোমাসির বিয়ে উপলক্ষ্যে (গ) ছোটোমামার বিয়ে উপলক্ষ্যে (ঘ) ছোড়দার বিয়ে উপলক্ষ্যে উত্তরঃ (খ) ছোটোমাসির বিয়ে উপলক্ষ্যে
বই লেখা ছাড়া তপনের ছোটো মেসোমশাই— (ক) ডাক্তারি করেন (খ) অধ্যাপনা করেন (গ) সরকারি অফিসে চাকরি করেন (ঘ) ওকালতি করেন উত্তরঃ (খ) অধ্যাপনা করেন
তপন নিজের লেখা গল্পটা প্রথম দেখিয়েছিল- (ক) ছোটোমেসোকে (খ) ছোটোমামাকে (গ) ছোটোমাসিকে (ঘ) মামাতো দাদাকে উত্তরঃ (গ) ছোটোমাসিকে
“মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।” এখানে উল্লিখিত কাজটি হল- (ক) তপনকে লিখতে উৎসাহ দেওয়া (খ) তপনের লেখা ছাপিয়ে দেওয়া (গ) তপনের লেখা কারেকশান করে দেওয়া (ঘ) তপনকে লিখতে বাঁধা দেওয়া উত্তরঃ (খ) তপনের লেখা ছাপিয়ে দেওয়া
মামাবাড়ির তিনতলার সিঁড়িতে বসে গল্প লেখার পর তপনের- (ক) চোখে জল এসে যায় (খ) গায়ে কাঁটা দেয় (গ) চারদিক খালি খালি লাগে (ঘ) আনন্দে লাফাতে ইচ্ছা করে উত্তরঃ (খ) গায়ে কাঁটা দেয়
তপনের থেকে ছোটোমাসি কত বছরের বড়ো? (ক) চার বছরের (খ) সাত বছরের (গ) আট বছরের (ঘ) দুই বছরের উত্তরঃ (গ) আট বছরের
‘যেন নেশায় পেয়েছে’– তপনকে কী নেশায় পেয়েছে? (ক) টিভি দেখার (খ) গল্পের বই পড়ার (গ) ক্রিকেট খেলার (ঘ) গল্প লেখার উত্তরঃ (ঘ) গল্প লেখার
তপনদের বাড়িতে ছোটোমাসি ও ছোটোমেসো কী হাতে নিয়ে এসেছিল? (ক) চকলেট (খ) রসগোল্লার হাড়ি (গ) দইয়ের ভাঁড় (ঘ) সন্ধ্যাতারা পত্রিকা উত্তরঃ (ঘ) সন্ধ্যাতারা পত্রিকা
“পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?” — ঘটনাটি কি? (ক) এক লেখকের সঙ্গে তপনের ছোটোমাসির বিয়ে। (খ) বাড়িতে তপনের নাম কবি, সাহিত্যিক, কথাশিল্পী হয়েছে। (গ) তপনের লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা হয়েছে। (ঘ) তপন দেখল ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয়। উত্তরঃ (গ) তপনের লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা হয়েছে।
“ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে।” — ছড়িয়ে পড়া কথাটি কী? (ক) তপন একটা গল্প লিখেছে। (খ) তপনের গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। (গ) তপনের ছাপা গল্পটি ছোটো মেসোমশাই কারেকশন করেছেন। (ঘ) তপন পুরোনো পত্রিকা থেকে গল্পটা টুকেছে। উত্তরঃ (গ) তপনের ছাপা গল্পটি ছোটো মেসোমশাই কারেকশন করেছেন।
তপনদের বাড়িতে এসে ছোটোমাসি খেয়েছিল— (ক) চাউমিন আর কফি (খ) পাঁপড় আর চা (গ) ডিমভাজা আর চা (ঘ) বিস্কুট আর কফি উত্তরঃ (গ) ডিমভাজা আর চা
“তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়।” — বক্তা? (ক) মেজোকাকু (খ) ছোটোমাসি (গ) মামা (ঘ) বাবা উত্তরঃ (ক) মেজোকাকু
‘বাবা তোর পেটে পেটে এত!-’ কথাটি বলেছিলেন- (ক) মা (খ) মেজোকাকু (গ) ছোটোমাসি (ঘ) বাবা উত্তরঃ (ক) মা
‘কই তুই নিজের মুখে একবার পড়্ তো তপন শুনি!’— বক্তা? (ক) মেজোকাকু (খ) ছোটোমাসি (গ) ছোটো মেসোমশাই (ঘ) মা উত্তরঃ (ঘ) মা
নিজের লেখা গল্প পাঠ করতে গিয়ে তপন দেখেছিল- (ক) গল্পের নাম বদলে গেছে (খ) প্রতিটি লাইন নতুন (গ) লেখকের নাম বদলে গেছে (ঘ) দুটি চরিত্রের নাম বদলে গেছে উত্তরঃ (খ) প্রতিটি লাইন নতুন
‘তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের!’— বিষয়? (ক) নিজের গল্প ছাপা না হওয়া (খ) নিজের গল্পে অপরের লেখা লাইন পড়া (গ) বাড়ির লোকেদের ঠাট্টা (ঘ) নিজে লেখতে না পারা উত্তরঃ (খ) নিজের গল্পে অপরের লেখা লাইন পড়া
“আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।”— বক্তা? (ক) ছোট মাসি (খ) মেজোকাকু (গ) মেসো (ঘ) বন্ধুরা উত্তরঃ (খ) মেজোকাকু
তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে জানতেন? (ক) শুকতারা (খ) সন্ধ্যাতারা (গ) আনন্দমেলা (ঘ) দেশ উত্তরঃ (খ) সন্ধ্যাতারা