পথের দাবী – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় MCQ

১. গিরীশ মহাপাত্রের ট্যাকে পাওয়া গিয়েছিল—
ক) দুটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা
খ) একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা
গ) একটি টাকা ও গন্ডা চারেক পয়সা
ঘ) দুটি টাকা ও গন্ডা চারেক পয়সা
উত্তর: খ) একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা

২. গিরীশ মহাপাত্রের জামার রং ছিল—
ক) গেরুয়া
খ) নীল
গ) রামধনু
ঘ) সাদা
উত্তর: গ) রামধনু

৩. বুক-পকেটের রুমালে কোন প্রাণীর অবয়ব ছিল?
ক) হরিণ
খ) বাঘ
গ) শেয়াল
ঘ) হায়না
উত্তর: খ) বাঘ

৪. অপূর্বর পিতার বন্ধু হলেন—
ক) জগদীশবাবু
খ) রামদাস
গ) নিমাইবাবু
ঘ) গিরীশ মহাপাত্র
উত্তর: গ) নিমাইবাবু

৫. ‘কেবল আশ্চর্য’ বিষয়টি কী?
ক) শক্ত সবল শরীর
খ) দুটি চোখের দৃষ্টি
গ) দুটি হাতের শক্তি
ঘ) কোনোটিই নয়
উত্তর: খ) দুটি চোখের দৃষ্টি

৬. পুলিশস্টেশনে বসে থাকা বাঙালিরা কাজ করত—
ক) বর্মা জাহাজঘাটে
খ) বর্মা অয়েল কোম্পানিতে
গ) বর্মা কয়লাখনিতে
ঘ) বর্মা চটকলে
উত্তর: খ) বর্মা অয়েল কোম্পানিতে

৭. বড়োসাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন—
ক) ভামোতে
খ) ম্যান্ডালে
গ) রেঙ্গুনে
ঘ) উত্তর ব্রহ্মদেশে
উত্তর: ক) ভামোতে

৮. ‘দয়ার সাগর। পরকে সেজে দি, নিজে খাঁইনে।’ – বক্তা হলেন—
ক) নিমাইবাবু
খ) গিরীশ মহাপাত্র
গ) জগদীশবাবু
ঘ) অপূর্ব
উত্তর: গ) জগদীশবাবু

৯. ‘পথের দাবী’ কাহিনিটি যে উপন্যাসের অংশবিশেষ, তা হল—
ক) অরক্ষণীয়া
খ) পথের দাবী
গ) পল্লীসমাজ
ঘ) সব্যসাচী
উত্তর: খ) পথের দাবী

১০. পোলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল—
ক) গিরীশ মহাপাত্র
খ) সব্যসাচী
গ) নিমাইবাবু
ঘ) অপূর্ব
উত্তর: খ) সব্যসাচী

১১. পুলিশ যাঁর খোঁজে তল্লাশি করছিল, তিনি ছিলেন একজন—
ক) দেশদ্রোহী
খ) রাজদ্রোহী
গ) খুনি
ঘ) অপরাধী
উত্তর: খ) রাজদ্রোহী

১২. জগদীশবাবু পেশায় ছিলেন—
ক) তেলের কারখানার মিস্ত্রি
খ) পুলিশ
গ) ডাক্তার
ঘ) পিয়াদা
উত্তর: খ) পুলিশ

১৩. গিরীশ মহাপাত্রের চেহারা ও পোশাক-পরিচ্ছদ ছিল—
ক) পরিপাটি ও সাফসুতরো
খ) নোংরা ও বিরক্তিকর
গ) সাদাসিধে
ঘ) অদ্ভুত ও হাস্যকর
উত্তর: ঘ) অদ্ভুত ও হাস্যকর

১৪. অপূর্বর ‘কাকাবাবু’ কে?
ক) জগদীশবাবু
খ) গিরীশ মহাপাত্র
গ) নিমাইবাবু
ঘ) রামদাস তলওয়ারকর
উত্তর: গ) নিমাইবাবু

১৫. ‘এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার’- কোন শহর?
ক) ভামো
খ) ম্যান্ডালে
গ) রেঙ্গুন
ঘ) উত্তর ব্রহ্মদেশ
উত্তর: গ) রেঙ্গুন

১৬. ‘সে ট্রেনে চাপিয়া বসিল’- সে কোথায় যাচ্ছিল?
ক) বর্মা নগরের উদ্দেশে
খ) রেঙ্গুন নগরের উদ্দেশে
গ) ভামো নগরের উদ্দেশে
ঘ) কোনোটিই নয়
উত্তর: গ) ভামো নগরের উদ্দেশে

১৭. পকেটে থাকা বস্তুটি কী ছিল?
ক) কম্পাস
খ) গাঁজার কলকে
গ) বাঘ-আঁকা রুমাল
ঘ) ফুটবল
উত্তর: খ) গাঁজার কলকে

১৮. অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল—
ক) ফিরিঙ্গি ছোঁড়ারা
খ) রেলপুলিশ
গ) টিকিট পরীক্ষক
ঘ) স্টেশনমাস্টার
উত্তর: ক) ফিরিঙ্গি ছোঁড়ারা

১৯. গিরীশ মহাপাত্রের চুলে গন্ধ ছিল—
ক) নেবুর তেল
খ) গাঁজিকা
গ) প্রসাধনী
ঘ) বহুদিন স্নান না-করা
উত্তর: ক) নেবুর তেল

২০. সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন—
ক) শিক্ষক
খ) ডাক্তার
গ) পুলিশ
ঘ) কেরানি
উত্তর: খ) ডাক্তার

২১. ‘তোমার চিন্তা নেই ঠাকুর।’ – ‘ঠাকুর’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) নিমাইবাবু
খ) গিরীশ মহাপাত্র
গ) তেওয়ারি
ঘ) তলওয়ারকর
উত্তর: গ) তেওয়ারি

২২. গিরীশ মহাপাত্রের চোখ দুটি ছিল—
ক) ধূর্ততায় ভরা
খ) উদাস ও স্নিগ্ধ
গ) নিষ্প্রভ ও বিষণ্ণ
ঘ) গভীর জলাশয়ের মতো
উত্তর: ঘ) গভীর জলাশয়ের মতো

২৩. কোথা থেকে গিরীশের দুই বন্ধুর আসার কথা ছিল?
ক) বর্মা থেকে
খ) ভামো থেকে
গ) রেঙ্গুন থেকে
ঘ) এনাল্লাং থেকে
উত্তর: ঘ) এনাল্লাং থেকে

২৪. দারোগা নিমাইবাবু সম্পর্কে অপূর্বর—
ক) কাকা
খ) মামা
গ) মেসো
ঘ) পিসেমশাই
উত্তর: ক) কাকা

২৫. ‘বুড়োমানুষের কথাটা শুনো।’ – ‘বুড়োমানুষ’-টি কে?
ক) জগদীশবাবু
খ) অপূর্ব
গ) নিমাইবাবু
ঘ) গিরীশ মহাপাত্র
উত্তর: গ) নিমাইবাবু

২৬. পুলিশস্টেশনে বাঙালিদের মোটঘাট খুলে তদারক শুরু করেছিলেন—
ক) জগদীশবাবু
খ) নিমাইবাবু
গ) অপূর্ব
ঘ) গিরীশবাবু
উত্তর: ক) জগদীশবাবু

২৭. ‘পথের দাবী’ উপন্যাসের লেখক কে?
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) শীর্ষেন্দু মুখোপাধ্যায়
উত্তর: ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২৮. সব্যসাচীর বয়স ছিল—
ক) চল্লিশ-বিয়াল্লিশ
খ) ত্রিশ-বত্রিশের অধিক নয়
গ) পঁচিশ-ত্রিশের বেশি নয়
ঘ) চল্লিশ-পঞ্চাশের বেশি নয়
উত্তর: খ) ত্রিশ-বত্রিশের অধিক নয়

২৯. গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় দেখা হয়েছিল—
ক) পুলিশস্টেশনে
খ) বিমানবন্দরে
গ) জাহাজঘাটায়
ঘ) রেলস্টেশনে
উত্তর: ঘ) রেলস্টেশনে

৩০. বর্মা অয়েল কোম্পানি অবস্থিত ছিল—
ক) রেঙ্গুনে
খ) উত্তর ব্রহ্মদেশে
গ) মিক্সিলা
ঘ) ভামো শহরে
উত্তর: খ) উত্তর ব্রহ্মদেশে

Leave a Reply