১. ‘ পড়ন্ত ‘ শব্দের অর্থ হল –
( ক ) পড়াশোনা করছে এমন ,
( খ ) পতনোন্মুখ ,
( গ ) শেষ হয়ে আসছে এমন ,
( ঘ ) পরিত্যক্ত ।
উত্তরঃ ( গ ) শেষ হয়ে আসছে এমন ;
২. অমৃত ও ইসাবের জামা যে যে দিক থেকে একরকম ছিল –
( ক ) রং , ছাপা ও ঝুল ,
( খ ) রং , মাপ , কাপড় ,
( গ ) মাপ , ঝুল ও কাপড় ,
( ঘ ) ছাপা , ঝুল ও কাপড় ।
উত্তরঃ ( খ ) রং , মাপ , কাপড়
৩. ‘ এমন সময়ে শুনতে পেল ‘ –
( ক ) অমৃতের বাবা ইসাবকে ডাকছেন ,
( খ ) ইসাবের বাবা অমৃতকে ডাকছেন ,
( গ ) অমৃতের বাবা অমৃতকে ডাকছেন ,
( ঘ ) ইসাবের বাবা ইসাবকে ডাকছেন ।
উত্তরঃ ( ঘ ) ইসাবের বাবা ইসাবকে ডাকছেন ;
৪. ‘ ওরা ভয়ে কাঠ হয়ে গেল । ‘ ওদের ভয় পাওয়ার কারণ –
( ক ) জামা ছিঁড়ে যাওয়া ,
( খ ) বাবার হাতে মার খাওয়া ,
( গ ) শাস্তি পাওয়া ,
( ঘ ) সবকটিই ।
উত্তরঃ ( খ ) বাবার হাতে মার খাওয়া ;
৫. ‘ হোলির দিনের পড়ন্ত বিকেল । হোলি যে ঋতুতে হয় , তা হল –
( ক ) বসন্ত ,
( খ ) শীত ,
( গ ) শরৎ ,
( ঘ ) হেমন্ত ।
উত্তরঃ ( ক ) বসন্ত ;
৬. পান্নালাল প্যাটেল ছিলেন—
( ক ) বাংলা ভাষার লেখক ,
( খ ) হিন্দি ভাষার লেখক ,
( গ ) গুজরাটি ভাষার লেখক ,
( ঘ ) মারাঠি ভাষার লেখক ।
উত্তরঃ ( গ ) গুজরাটি ভাষার লেখক ;
৭. ‘ সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল ‘ কারণ –
( ক ) ইসাব তাদের মারবে ,
( খ ) অমৃত তাদের মারবে ,
( গ ) কালিয়া তাদের মারবে ,
( ঘ ) কালিয়ার বাবা – মা তাদের মারবে ।
উত্তরঃ ( ঘ ) কালিয়ার বাবা – মা তাদের মারবে ;
৮. অমৃত একেবারেই গররাজি ছিল –
( ক ) জামা ছিঁড়তে ,
( খ ) স্কুলে যেতে ,
( গ ) ইসাবের সঙ্গে কুস্তি লড়তে ,
( ঘ ) মার খেতে ।
উত্তরঃ ( গ ) ইসাবের সঙ্গে কুস্তি লড়তে ;
৯. ‘ এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলে বোঝানো হয়েছে –
( ক ) ইসাবের মা ,
( খ ) অমৃতের বাবা ,
( গ ) ইসাবের বাবা ,
( ঘ ) অমৃতের মা ।
উত্তরঃ ( ঘ ) অমৃতের মা :
১০. ছেলেছোকরার দঙ্গল অমৃতকে কুस्तির উদ্দেশ্যে নিয়ে গেল –
( ক ) শান বাঁধানো ফুটপাথে ,
( গ ) খোলা মাঠে ,
( খ ) ইসাবের বাবার গোয়ালঘরে ,
( ঘ ) দুই বাড়ির মাঝখানে ।
উত্তরঃ ( গ ) খোলা মাঠে ;
১১. ‘ ও মরিয়া হয়ে বলল,’ ‘ ও ‘ হল –
( ক ) অমৃত ,
( খ ) ইসাব ,
( গ ) অমৃতের মা ,
( ঘ ) ইসাবের বাবা ।
উত্তরঃ ( ক ) অমৃত ;
১২. ইসাবের জামা ছিঁড়ে গিয়েছিল , কারণ-
( ক ) তাকে ক্ষেতে কাজ করতে হত
( খ ) তাকে একই জামা রোজ পরতে হত ,
( গ ) সে যত্ন নিতে জানত না ,
( ঘ ) তার জামা পুরোনো হয়ে গিয়েছিল ।
উত্তরঃ ( ক ) তাকে ক্ষেতে কাজ করতে হত ;
১৩. অমৃত যেখানে লুকিয়ে ছিল , সেই স্থানটি হল –
( ক ) অমৃতের স্কুল ,
( খ ) ইসাবের বাড়ি ,
( গ ) ইসাবের বাবার গোয়ালঘর ,
( ঘ ) বাড়ির পাশের গলি ।
উত্তরঃ ( গ ) ইসাবের বাবার গোয়ালঘর ;
১৪. যে ছেলেটি অমৃতকে কুস্তি লড়তে ডেকেছিল , তার নাম –
( ক ) ইসার ,
( গ ) হাসান ,
( ঘ ) কালিয়া ,
( ঘ ) বাহালি ।
উত্তরঃ ( খ ) কালিয়া ;
১৫. ‘ ইসাবের মেজাজ চড়ে গেল । ‘ কারণ –
( ক ) ইসাব অমৃতকে খুব ভালোবাসত ,
( খ ) ইসাব কালিয়াকে পছন্দ করত না ,
( গ ) ইসাব অমৃতকে ঈর্ষা করত ,
( ঘ ) অমৃতের জামাটা বেশি সুন্দর ছিল ।
উত্তরঃ ( ক ) ইসাব অমৃতকে খুব ভালোবাসত ;
১৬. ইসাবের জামার যতটা কাপড় ছিঁড়ে গিয়েছিল –
( ক ) তিন ইঞি ,
( খ ) চার ইঞ্জি ,
( গ ) পাঁচ ইঞ্চি ,
( ঘ ) ছয় ইঞ্চি ।
উত্তরঃ ( ঘ ) ছয় ইঞ্চি ;
১৭. অমৃত তার বাবা – মাকে জ্বালিয়েছিল –
( ক ) খেলার জন্য ,
( খ ) পড়াশোনা না – করার জন্য ,
( গ ) নতুন জামার জন্য ,
( ঘ ) স্কুলে যাবে না বলে ।
উত্তরঃ ( গ ) নতুন জামার জন্য ;
১৮. নিম গাছের নীচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল , তা হল –
( ক ) ফুটবল ,
( খ ) ধুলো ছোড়াছুড়ি ,
( গ ) দড়ি টানাটানি ,
( ঘ ) ছোঁয়াছুঁয়ি ।
উত্তরঃ ( ঘ ) ধুলো ছোড়াছুড়ি ;
১৯. ‘ অদল বদল ‘ যে – দুই বন্ধুর গল্প , তাদের নাম হল–
( ক ) অমৃত ও ইরফান
( খ ) অমিত ও ইরфান ,
( গ ) অমিত ও ইসাব ,
( ঘ ) অমৃত ও ইসাব ।
উত্তরঃ ( ঘ ) অমৃত ও ইসাব ;
২০. অমৃত ও ইসাবের কাছে নতুন যে জিনিসটি ছিল , তা হল –
( ক ) জামা ,
( খ ) প্যান্ট ,
( গ ) বল ,
( ঘ ) বই ।
উত্তরঃ ( ক ) জামা ;
২১. অমৃত ও ইসাব পড়ত –
( ক ) একই স্কুলে একই ক্লাসে ,
( খ ) একই স্কুলে আলাদা ক্লাসে ,
( গ ) আলাদা স্কুলে একই ক্লাসে ,
( ঘ ) আলাদা স্কুলে আলাদা ক্লাসে ।
উত্তরঃ ( ক ) একই স্কুলে একই ক্লাসে ;
২২. দুজনের বাবা পেশায় ছিলেন –
( ক ) তাঁতি ,
( খ ) কুমোর ,
( গ ) শিক্ষক ,
( ঘ ) চাষী ।
উত্তরঃ ( ঘ ) চাষী ;
২৩. অমৃতের বাড়িতে ছিলেন –
( ক ) শুধু বাবা ,
( খ ) বাবা – মা ও তিন ভাই ,
( গ ) বাবা ও মা ,
( ঘ ) বাবা ও ভাই ।
উত্তরঃ ( খ ) বাবা – মা ও তিন ভাই ;
২৪. ইসাবের বাড়িতে ছিলেন –
( ক ) শুধু বাবা ,
( খ ) বাবা – মা ও তিন ভাই ,
( গ ) বাবা ও মা ,
( ঘ ) বাবা ও ভাই ।
উত্তরঃ ( ক ) শুধু বাবা
২৫. দুজনের একরকম পোশাক দেখে অমৃত ও ইসাবকে বলা হয়েছিল –
( ক ) গান করতে ,
( খ ) নাচ করতে ,
( গ ) কুস্তি করতে ,
( ঘ ) খেলা করতে ।
উত্তরঃ ( গ ) কুস্তি করতে ;
২৬. __ পাবার জন্য তুমি কী কাণ্ডটাই না করেছিলে ।
( ক ) বই ,
( খ ) নতুন জামা ,
( গ ) পুরস্কার ,
( ঘ ) প্রশংসা ।
উত্তরঃ ( খ ) নতুন জামা ;
২৭. নতুন জামা পাওয়াটা অমৃত ও ইসাবের পক্ষে কঠিন ছিল । কারণ –
( ক ) তাদের বাবারা ছিলেন রাগি ,
( খ ) তাদের জামার প্রয়োজন ছিল না ,
( গ ) তখন কোনো উৎসব ছিল না ,
( ঘ ) তারা ছিল গরিব ।
উত্তরঃ ( ঘ ) তারা ছিল গরিব ;
২৮. শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল , ” ফতোয়া শব্দের অর্থ হল –
( ক ) প্রতিবাদ ,
( খ ) চিৎকার ,
( গ ) রায় ,
( ঘ ) দাবি ।
উত্তরঃ ( গ ) রায় ;
২৯. ‘ তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো ।’ — এখানে কপালে আছে বলতে বলা হয়েছে
( ক ) ভাগ্য রেখা ,
( খ ) প্রহার ,
( গ ) তিলক ,
( ঘ ) প্রশংসা ।
উত্তরঃ ( খ ) প্রহার ;
৩০. ‘অদল বদল’ শব্দের অর্থ কী ?
(ক) সদলবলে
(খ) দল-মাদল-কামান
(গ) দলাদলি করা
(ঘ) বিনিময়
উত্তরঃ (ঘ) বিনিময়
৩১. হোলির দিন ছেলেরা কোথায় খেলছিল ?
(ক) নিম গাছের তলায়
(খ) মাঠে
(গ) গলির মধ্যে
(ঘ) অমৃতদের উঠোনে
উত্তরঃ (ক) নিম গাছের তলায়
৩২. অমৃতের মা অমৃতকে কখন ঠ্যাঙাবে বলেছিলেন।
(ক) সময় মতো খেলা থেকে ফিরে না আসতে পারলে
(খ) নতুন জামা ময়লা করলে বা ছিঁড়ে ফেললে।
(গ) ইসাবের সঙ্গে বেশি মেশামিশি করলে
(ঘ) পুনরায় নতুন জামার জন্য বায়না ধরলে
উত্তরঃ (খ) নতুন জামা ময়লা করলে বা ছিঁড়ে ফেললে
৩৩. মার কাছে অমৃত কী ফতোয়া জারি করেছিল।
(ক) ইসাবের মতো জামা না পেলে সে খেলতে যাবে না
(খ) ইসাবের মতো জামা না পেলে সে পড়তে বসবে
(গ) ইসাবের মতো জামা না পেলে সে স্কুলে যাবে না
(ঘ) ইসাবের মতো জামা না পেলে সে কিছু খাবে না
উত্তরঃ (গ) ইসাবের মতো জামা না পেলে সে স্কুলে যাবে না
৩৪. অমৃত কীভাবে তার মাকে তার জন্য জামা কিনতে বাধ্য করেছিল ?
(ক) অমৃত স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল
(খ) অমৃত খাওয়া ছেড়ে দিয়েছিল
(গ) অমৃত রাতে বাড়ি ফেরা ছেড়ে দিয়েছিল
(ঘ) উপরের তিনটি কাজই করেছিল
উত্তরঃ (ঘ) উপরের তিনটি কাজই করেছিল
৩৫. অমৃত ইসাবের সঙ্গে কুস্তি করতে রাজি ছিল না কী কারণে ?
(ক) ইসাবের সঙ্গে কুস্তিতে হেরে যাবে বলে
(খ) জামা নোংরা হতে পারে বা ছিঁড়ে যেতে পারে এই আশঙ্কায়
(গ) কুস্তি করা অমৃতের বাবা পছন্দ করত না বলে
(ঘ) কুস্তি করা অমৃতের মা পছন্দ করত না বলে
উत्तরঃ (খ) জামা নোংরা হতে পারে বা ছিঁড়ে যেতে পারে এই আশঙ্কায়
৩৬. ‘অমৃতের নজরে এল যে ইসাবের জামার পকেট ও_পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে।” শূন্যস্থান পুরণ করো।
(ক) ছ-ইঞ্চি
(খ) চার ইঞ্চি
(গ) তিন ইঞ্চি
(ঘ) দু-ইঞ্চি
উত্তরঃ (ক) ছ-ইঞ্চি
৩৭. ইসাবের বাবা ইসাবকে জামা কিনে দিতে টাকা ধার করেছিলেন –
(ক) অমৃতের মায়ের কাছ থেকে
(খ) গ্রাম-প্রধানের কাছ থেকে
(গ) সুদখোরের কাছ থেকে
(ঘ) সমিতি থেকে
উত্তরঃ (গ) সুদখোরের কাছ থেকে
৩৮. নতুন জামা ছিঁড়ে গিয়েছে দেখে অমৃতের মা কী করলেন।
(ক) অমৃতকে শাস্তি দিলেন
(খ) অমৃতকে ক্ষমা করে দিলেন।
(গ) নতুন জামা ছেঁড়ার জন্য ইসাবকে দোষ দিলেন
(ঘ) নতুন জামা ছেঁড়ার জন্য কালিয়াকে বকাবকি করলেন
উত্তরঃ (খ) অমৃতকে ক্ষমা করে দিলেন
৩৯. “দুজনেরই ভয় কেটে গেল,”ভয় কেটে যাওয়ায় তারা কী করেছিল।
(ক) রং খেলতে চলে যায়
(খ) হোলির বাজি আর বুড়ির ঘর পোড়ানো দেখতে যায়।
(গ) গ্রাম-প্রধানের বাড়ি মিষ্টিমুখ করতে যায়।
(ঘ) গ্রামের নদীতে গায়ের রং তুলতে চলে যায়。
উত্তরঃ (খ) হোলির বাজি আর বুড়ির ঘর পোড়ানো দেখতে যায়
৪০. পাড়ার ছেলেরা অমৃত-ইসাবকে ‘অদল-বদল’ বলে রাগাচ্ছিল কারণ
(ক) গ্রাম-প্রধান অমৃতকে ‘অদল’ আর ইসাবকে ‘বদল’ বলে ডাকতে নির্দেশ দিয়েছিলেন
(খ) ওরা অমৃত-ইসাবের জামা অদল-বদলের ঘটনা জেনে ফেলেছিল
(গ) অমৃত-ইসাবের মত জামা তৈরি করেছিল
(ঘ) অমৃত আর ইসাব তাদের বইয়ের ব্যাগ পালটে ফেলেছিল
উত্তরঃ (খ) ওরা অমৃত-ইসাবের জামা অদল- বদলের ঘটনা জেনে ফেলেছিল
৪১. বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিল-
(ক) অমৃতের বাবা
(খ) গ্রাম-প্রধান
(গ) ইসাবের বাবা
(ঘ) সুদখোর মহাজন
উত্তরঃ (গ) ইসাবের বাবা
৪২. ইসাবের বাবা অমৃতকে বুকে জড়িয়ে ধরলেন কেন ?
(ক) খেলার সময় অমৃত ইসাবের জন্য অন্য ছেলেদের সঙ্গে লড়াই করেছে বলে
(খ) ইসাবকে তার নতুন জামা দেওয়ার জন্য
(গ) অমৃত দেখতে খুব সুন্দর ছিল বলে
(ঘ) অমৃত ও ইসাবের মধ্যে বন্ধুত্বের গভীরতা দেখে
উত্তরঃ (ঘ) অমৃত ও ইসাবের মধ্যে বন্ধুত্বের গভীরতা দেখে
৪৩. ইসাবের বাবা জাতিতে ছিলেন
(ক) পাঠান
(খ) মোগল
(গ) জাঠ
(ঘ) শিখ
উত্তরঃ (ক) পাঠান
৪৪. “পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়াল।” পাঠানের কোন্ গল্প শোনার জন্য পাড়াপড়শি ঘিরে দাঁড়াল?
(ক) ছেলেদের খেলাধুলার গল্প
(খ) রূপকথার গল্প
(গ) অমৃত ও ইসাবের জামা অদল-বদলের গল্প
(ঘ) গ্রামের পুরোনো দিনের গল্প
উত্তরঃ (গ) অমৃত ও ইসাবের জামা অদল- বদলের গল্প
৪৫. গ্রামপ্রধান অমৃতের নামকরণ করেছিলেন-
(ক) কালিয়া
(খ) অদল
(গ) বাহালি
(ঘ) বদল
উত্তরঃ (খ) অদল
৪৬. গ্রামপ্রধান ইসাবের নাম দিয়েছিলেন-
(ক) অদল
(খ) বাহালি
(গ) হাসান
(ঘ) বদল
উত্তরঃ (ঘ) বদল
৪৭. ‘ছেলেরা খুব খুশি হল,’-ছেলেদের খুশি হওয়ার কারণ-
(ক) তাদের নতুন জামা
(খ) তাদের নতুন নাম
(গ) তাদের নতুন স্কুল
(ঘ) তাদের নতুন বাজি
উত্তরঃ (খ) তাদের নতুন নাম
৪৮. ‘ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়,’-‘বুকের ধুকপুকুনি’ অর্থাৎ-
(ক) ভয়
(খ) হৃৎকম্পন
(গ) হৃৎস্পন্দন
(ঘ) হৃদ্রোগ
উত্তরঃ (গ) হৃৎস্পন্দন
৪৯. ‘হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল,’-বুদ্ধিটা ছিল-
(ক) জামা অদলবদল করার
(খ) পালিয়ে যাওয়ার
(গ) লুকিয়ে থাকার
(ঘ) কালিয়ার সঙ্গে কুস্তি লড়ার
উত্তরঃ (ক) জামা অদলবদল করার
৫০. হোলির সময় যা যা পোড়ানো হয়, তা হল-
(ক) বাজি ও বুড়ির বাড়ি
(খ) পুরোনো জিনিসপত্র
(গ) জঞ্জাল ও কাগজ
(ঘ) খড়ের গাদা ও কাপড়
উত্তরঃ (ক) বাজি ও বুড়ির বাড়ি