মাধ্যমিক ২০২৩ বাংলা Download

১ । সঠিক উত্তরটি নির্বাচন কর:                                                         ১৭×১=১৭ 

১.১ এসবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিল? 

  1. বাহালি কাকিমা বলে 
  2. বাহালি বৌদি বলে 
  3. বাহালি বহিন বলে 
  4. বাহালি দিদি বলে

১.২ “আশ্চর্য হয়েছে একটু ভয়ও পেয়েছি” ।—হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? 

  1. কাপালিক রূপ দেখে 
  2. বাইজীর রূপ দেখে 
  3. পুলিশের সাজ দেখে 
  4. বিরাগী রূপ দেখে

১.৩ পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করতো? 

  1. বর্মা জাহাজঘাটে 
  2. বর্মা ওয়েল কোম্পানিতে 
  3. বর্মা কয়লা খনিতে 
  4. বর্মা চটকলে

১.৪ ‘অসুখী একজন’ কবিতার কত ঘুমিয়েছিলেন—

  1. বারান্দায় 
  2. মেঝেতে 
  3. ঝুলন্ত বিছানায় 
  4. ঘাস জন্মানো রাস্তায়

১.৫ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন—

  1. ঋষি বালকের পায়ে 
  2. নদীতে 
  3. দেশ গাঁয়ে 
  4. গানের দুটি পায়ে

১.৬ “অভিষেক গরিলা কুমারে।” —কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন? 

  1. বিল্বপত্র দিয়ে 
  2. দধিদুগ্ধ দিয়ে 
  3. গঙ্গোদক দিয়ে 
  4. পাদোদক দিয়ে 

১.৭ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল—

  1. ফাউন্টেন পেন 
  2. রিজার্ভার পেন 
  3. ঝর্ণা কলম 
  4. পার্কার পেন 

১.৮ Sensitized paper -এর বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করেন লেখক—

  1. স্পর্শ কাতর কাগজ 
  2. সুগ্রাহী কাগজ 
  3. সুবেদী কাগজ 
  4. ব্যথা প্রবন কাগজ।

১.৯ “সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান-মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র” —

  1. অন্নদাশঙ্কর রায় 
  2. শৈলজানন্দ মুখোপাধ্যায় 
  3. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় 
  4. সত্যজিৎ রায়

১.১০ অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে,  তাকে বলে—

  1. প্রযোজক কর্তা 
  2. প্রযোজ্য কর্তা 
  3. সহ যোগীকর্তা 
  4. উহ্যকর্তা

১.১১ ‘আমাদের ইতিহাস নেই’ — নিম্ন রেখো পদটি—

  1. কর্তিক কারক
  2. কর্ম কারক 
  3. সম্মোধন পদ 
  4. অধিকরণ কারক

১.১২ উপমান ও উপমীয় পদের অভেদ কল্পনা করা হয়, যে সমাসে তার নাম—

  1. উপমিত কর্মধারয় 
  2. উপমান কর্মধারয় 
  3. রূপক কর্মধারয় 
  4. সাধারণ কর্মধারয়

১.১৩ ‘চিরসুখী’ পদ টি হল—

  1. করণ তৎপুরুষ 
  2. কর্ম তৎপুরুষ 
  3. ব্যক্তি তৎপুরুষ 
  4. সম্বন্ধ তৎপুরুষ

১.১৪ ‘তোরা সব জয়ধ্বনি কর’ —এটা কি জাতীয় বাক্য—

  1. নির্দেশক বাক্য 
  2. অনুজ্ঞা সূচক বাক্য 
  3. আবেগ সূচক বাক্য 
  4. প্রার্থনা সূচক বাক্য

১.১৫ আজকের সকালটা বেশ কাটলো। —গঠনগত দিক দিয়ে বাক্যটি হলো—

  1. সরল বাক্য 
  2. জটিল বাক্য 
  3. যৌগিক বাক্য 
  4. মিশ্র বাক্য

১.১৬ মহাশয় এর কি করা হয় — এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? 

  1. কর্তৃবাচ্য 
  2. কর্ম বাচ্য 
  3. ভাববাচ্য 
  4. কর্মকর্তৃবাচ্য

১.১৭ যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মকর্তা রূপে প্রতিয়মান হয়, তাকে বলে—

  1. কর্মবাচ্য 
  2. কর্তৃবাচ্য 
  3. কর্মকর্তৃবাচ্য 
  4. ভাববাচ্য

২। কমবেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও:    ১৯×১=১৯ 

২.১. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও:     ৪×১=৪ 

২.১.১ “হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল।” — ‘বুদ্ধি’ টা কি ছিল?

২.১.২ “বড় ভয় করিতে লাগিল নদেরচাঁদ ।” —নদেরচাঁদের  ভয় করার কারণ কি?

২.১.৩ “অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল” — অপূর্ব কি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল? 

২.১.৪ “অপেক্ষা করেন হরিদা ।” — হরিদার অপেক্ষার কারণ কি? 

২.১.৫ “রত্নের মূল্য জুহুরীর কাছেই” — কথাটির অর্থ কি? 

২.২ যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও:      ৪×১=৪

২.২.১ “যেখানে ছিল শহর” — সেখানকার কি অবস্থা হল? 

২.২.২ “বল ক্ষমা কর” — কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? 

২.২.৩ “হা ধিক মোরে” — বক্তা নিজেকে ধিক্কার দিচ্ছেন কেন? 

২.২.৪ “তথা কন্যা থেকে সর্বক্ষণ” — কন্যা কোথায় থাকে? 

২.২.৫ “ধ্বংস দেখে ভয় কেন তোর” — কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন? 

২.৩ যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:      ৩×১=৩ 

২.৩.১ ‘কুইল’ কাকে বলে? 

২.৩.২ বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে কি ত্রুটি ছিল? 

২.৩.৩ “আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে” — কি আজ অবলুপ্তির পথে? 

২.৩.৪ “বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়” — কাদের পক্ষে এই শিক্ষা সংস্কার বিরোধী নয়? 

২.৪ যেকোনো আটটি প্রশ্নের উত্তর দাও:      ৮×১=৮ 

২.৪.১ বিভক্তি কাকে বলে? 

২.৪.২ নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও? 

২.৪.৩ ‘উপগ্রহ’ — কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখ। 

২.৪.৪ ‘অলোপ সমাস’ কাকে বলে? 

২.৪.৫ বিমল বাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুলে যায় —বাক্যটির উদ্দেশ্য ও বিদেহ অংশ চিহ্নিত কর। 

২.৪.৬ খাঁটি গরুর দুধ খেতে হবে। —এটি বাক্য নয় কেন

২.৪.৭ ভাববাচ্যের একটি উদাহরণ দাও। 

২.৪.৮ ‘কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল’ — জটিল বাক্যে পরিবর্তন করো। 

২.৪.৯ সিঁড়ি থেকে নামা হল । —বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর কর। 

২.৪.১০ চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলবো না — বাক্যটিকে প্রশ্ন সূচক বাক্যে রূপান্তর কর। 

৩। প্রসঙ্গ নির্দেশ সহ কমবেশি ৬০ টি শব্দে উত্তর দাও:     ৩+৩=৬ 

৩.১ যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:       ১×৩=৩ 

৩.১.১ “তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়” — ‘ঢং’ বলতে কী বোঝানো হয়েছে ? কিসে ঢং নষ্ট হয়ে যাবে?      (১+২) 

৩.১.২ ‘ওরা ভয়ে কাঠ হয়ে গেল’ — ‘ওরা’ কারা ? তারা ভয়ে কাঠ হয়ে গেল কেন?            (১+২) 

৩.২ যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:            ১×৩=৩ 

৩.২.১ “এলো মানুষ-ধরার দল” — ‘মানুষ-ধরার দল’ কোথায় এলো? তাদের ‘মানুষ ধরার দল’ বলার কারণ কি?           (১+২) 

৩.২.২ “আমরা ভিখারি বারোমাস” — ‘আমরা’ বলতে কারা ? ‘ভিখারি’ শব্দ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন?        (১+২) 

৪। কমবেশি ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:      ৫ 

৪.১ “নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে ।” —কার ‘পাগলামি’-র কথা বলা হয়েছে ? তার পাগলামির পরিচয় দাও?    (১+৪) 

৪.২ “তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন ।” — কোন দিন তপনের এমন মনে হয়েছিল ? তার এমন মনে হওয়ার কারণ কি?          (২+৩) 

৫। কমবেশি ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:   ৫ 

৫.১ “হায়, বিধি বাম মম প্রতি” — বক্তা কে ? তার এরূপ বক্তব্যের কারণ কি? (১+৪) 

৫.২ জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ — কবিতায় কবির যে যুদ্ধ বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায়, তা বর্ণনা কর?    (৫) 

৬। কমবেশি ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫ 

৬.১ বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও।      (৫) 

৬.২ “তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি” — লেখক এর প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও।     (৫) 

৭। কমবেশি ১২৫ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:    ৪

৭.১ “বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াশে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সবরকম আমাকে সাহায্য করুন” —সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন?      (১+৩) 

৭.২ “এই মুহূর্তে তুমি আমার  দরবার ত্যাগ কর ।” —বক্তা কাকে ধরবার ত্যাগ করতে বলেছেন ? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি?  (১+৩) 

৮। কমবেশি ১৫০ শব্দে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫ 

৮.১ ক্ষিদ্দা কিভাবে  কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।      (৫) 

৮.২ “অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল” —কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা ব্যাখ্যা কর।     (৫) 

৮.৩ “ঘাটে থই থই ভিড় ।” — কোন ঘাটে ‘থৈ থৈ’ ভিড় ? ভিড়ের কারণ কি? এই ভিড়ের বর্ণনা দাও।        (১+১+৩) 

৯। চলতি গদ্য বঙ্গানুবাদ কর:                 ৪ 

It is very difficult to get rid of bad habits. So, we should be very careful that we do not get into bad habits in our childhood. Idleness is one such bad habit. Every boy and girl should be diligent. 

১০. কমবেশি ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:           ৫ 

১০.১ প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা কর। 

১০.২ ‘নিজস্বী (সেলফি) তুলতে গিয়ে দুর্ঘটনা’ — এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর। 

১১. কমবেশি ৪০০ শব্দে  যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা কর:          ১০ 

১১.১ বর্তমান যুগ ও কুসংস্কার

১১.২ বন ও বন্যপ্রাণ সংরক্ষণ

১১.৩ বাংলার ঋতু বৈচিত্র

১১.৪ একটি পথের আত্মকথা   

Leave a Reply